|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় চিরঞ্জীব হালদার

প্রযত্নে যাঁতা
নিতান্ত সাধারণ প্রেমিক অভাবী
জেনে রাখো একমাত্র কবিতা সতিন
নিঃশুল্ক আমার সঙ্গে কি যাবি
শ্মশানে চঃ আমাদের দাউ দাউ দিন
গৃহস্থ জেগে থাকে আমরাও থাকি
গুনে গেঁথে ইট কেনা আর কেনা জল
সবার কি ডানাভ্রম থাকে কোন পাখি
তবুও তালপাতার নীল ভূমন্ডল
আমাদের প্রশ্ন করে ঘি মুক্ত ঋণ
একাত্তরে বিষপান এক ছেঁড়া কাঁথা
যতটা কমিউনিষ্ট ততটা দক্ষিণ
হৃদয় ঘোরালে আমরা ঘুরন্ত যাঁতা।