অ আ ক খ – র জুটিরা

ফটকা টিপস অফ জীবন ইন জাস্ট টু-মিনিটস
জীবনের কিছু কিছু মোড় একেবারে ওলট পালট করে দেয় সবকিছু। যেন তখন কিছুই করার নেই। একদম খাঁদের কিনারে দাঁড়িয়ে। সামনে রাস্তা বন্ধ আর পিছনে মৃত্যুর হাতছানি। এরকম পরিস্থিতি তে দাঁড়িয়ে মৃত্যুর কথা চিন্তা সবাই করে। কিন্তু কিভাবে দেওয়াল ভেঙে রাস্তা তৈরি করতে হয় সেটাই গুরুত্বপূর্ণ। মৃত্যুর পথ বা সহজে হেরে যাওয়া খুবই সহজ। কিন্তু শক্ত হাতে পরিস্থিতি সামলে এগিয়ে যাওয়াটাই দৃঢ়তা। যেটা বেশিরভাগ মানুষেরই নেই। এই অত্যাধিক আধুনিক দুনিয়ায় মৃত্যু যেন খুব সহজ এবং গ্রহণযোগ্য। তবুও যদি একটু চেষ্টা করা হয় তবে রাস্তা বানানোর কাজটা মৃত্যুর থেকেও অনেক বেশি মসৃন। তাই এত সহজে হাল না ছেড়ে নিজেকে গোছানো টা হলো সর্বোপরি প্রযোজ্য।
অনিন্দিতা ভট্টাচার্য্য