কবিতায় চিরঞ্জীব হালদার

দ্রোহ
হঠাৎ আবিষ্কার করি কি আবিষ্কার
স্বর্ণ গোধিকা এক পালঙ্ক গরীব
সময় যেতেছে বয়ে ক্ষয় তাঁত কার
ডাঁসা হয়ে ঝরে যাবে ওহে চিরঞ্জীব
শেখাবে মন্ত্র কিছু যোনি তান্ত্রিক
গোলাপের গূঢ় মায়া কে করে উদ্ধার
হাট বসিলেও হাটের পসরা কি ঠিক
বধূঁয়া যতনে দাম শূন্য ভাঁড়ার
জিরেন কাঠের থেকে গড়িয়েছে রস
তুমিও রসস্থ আত্মস্থ ভাব দ্রোহে
কে কার পড়সি হবে সরসি সরস
ঝরে যাও মূহ্যমান অজ নীল গ্ৰহে।