দিব্যি কাব্যিতে পিঙ্কী সিং

প্রেম করা সহজ কি
প্রেম করা যদি সহজ হতো
তাহলে প্রেমের বিচ্ছেদ আর হতো না
তোমায় ভালোবাসি…
বলা যত সহজ
প্রেম করা ততই কঠিন
প্রেম কখনো প্রকাশ করা যায় না
প্রেম অদৃশ্য এক অনুভব
যে সুন্দর করে তোলে এক মানুষ কে
সুন্দর করে তোলে পুরো পৃথিবী
প্রেম কখনো নিজের অধিকারের দাবি করে না
সে নিজেই রঙিন একটা পাখি
যাকে বাঁধলেই সে নিষ্প্রান হয়ে পড়ে
আর হারিয়ে ফেলে নিজের সৌন্দর্য
হারিয়ে ফেলে নিজের স্বাধীনতা
তাই যদিও প্রেমে পড়ো
তাহলে তাকে না বেঁধে
একটা খোলা নীল আকাশ দিও
যেখানে সে নিজের ডানা ছড়িয়ে উড়তে পারে
আর রঙিন করতে পারে নিজের জীবন।