সাপ্তাহিক ধারাসম্পাতে সিদ্ধার্থ সিংহ (পর্ব – ৩২)

দেবমাল্য
— যা ঘটেছে, তা-ই বলবেন।
— না, মানে… ঠিক কী লিখলে…
— আগে খুব ঠান্ডা মাথায় সেটা ঠিক করুন, কী বলবেন। ট্রেন থেকে বউ উধাও হয়ে গেছে, নাকি অপহরণ হয়েছে। নাকি… কী যেন নাম ছেলেটার?
— কোন ছেলেটা?
— যে আপনার বউকে ট্রেনে তুলে দিয়েছিল।
— সামশের?
— তার সঙ্গেই তো আপনার বউকে আপনি শেষ বার দেখেছেন এখানে? সাইকেল রিকশায়? কী, তাই তো?
পুলিশ অফিসারটি কী ইঙ্গিত করছে বুঝতে না পেরে বোকার মতো ও মাথা নাড়ল, হ্যাঁ।
এই উত্তরটা শোনার জন্যই যেন ঠোঁটের ডগায় অপেক্ষা করছিল শব্দ ক’টা। সেটাই পুলিশ অফিসারটির মুখ দিয়ে বেরিয়ে এল— দেখুন তার সঙ্গে পালিয়ে গেছে কি না…
কথা ক’টা শেষ হওয়ার আগেই ঝট করে পুলিশ অফিসারটির দিকে চোখ তুলে তাকাল দেবমাল্য। কানের ভেতরে শব্দ নয়, যেন এক দলা গরম সিসে ঢেলে দিল কেউ। তার চোখ দুটি আগুনের গোলা হয়ে উঠল। যে কোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে। পাশের চেয়ারেই বসে ছিল রণো। সে বুঝতে পেরে ওর হাত চেপে ধরল।