ক্যাফে কাব্যে মধুরিমা দে

চিহ্ন
মৃত শামুকের খোলে আমি রেখে এসেছি
তোমার নামের অতীত।
খুচরো পয়সার মতো জমানো কিছু যন্ত্রণা আর
বালিশের ভাঁজে রাখা
শেষ না হওয়া একটা কবিতা,
ব্যাধির মতো আষ্ঠে-পৃষ্ঠে জড়িয়ে।
সময়ের চোরাস্রোত;মানুষ ভেসে যায়-
আমি গল্প বুনতে বসি।
বেলাভূমিতে এখন ছড়িয়ে ছিটিয়ে স্মৃতির দাগ।