ক্যাফে কাব্যে নীলম সামন্ত

রাজনৈতিক নাভির দিকে
আজকাল আর ভিজতে ইচ্ছে করে না।
মাঝরাতে বৃষ্টি আসে৷
অন্ধকারের ভিতর ছাতা ছেড়ে দাঁড়িয়ে থাকে
মূর্খ মূকাভিনয়।
ওরা শরীর চেনে৷
প্রতিটা ভাঁজে থরে থরে সাজিয়ে দেয়
ছোবলের সানাই৷
আমার আজও ঘুম নেই,
পড়ে থাকি কোনমতে।
হঠাৎ মনে পড়ে মাংস দোকানের ধারবাকি।
সময় ভাল নয়।
রাস্তায় মিথ্যে বলা মানুষের হাতে পাক খাচ্ছে
পৈশাচিক আড্ডাখানা।
তুমি বলছ শহরে পোঁতা হয়েছে ঘন্টা বাজা স্ট্রিট লাইট।
আমাকেও যেতে হবে
রাজনৈতিক নাভির দিকে৷