ক্যাফে কাব্যে সুজিতকুমার

বাসর
এই যে মালতীলতা লিখছি, এর কোনও মানে নেই— যখন মাড়িয়ে যাচ্ছি সিদ্ধ ডিমের
পচা কুসুমের মতো কদম!
কারও কথার মধ্যে থাকিনা, আর কয়েকটা ঋতু পেরিয়ে যাবার পর সমস্ত উত্তরের উর্ধ্বে উঠে যাব আমরা—
যখন মরুর দেশের মানুষ মানেনা—একটি গাছ একটি প্রাণের শ্লোগান!
একটি নির্দিষ্ট জায়গায় নাস্তিক আনো,
সমস্ত দেশের চূড়া থেকে।
বলে দিক—
বেবুশ্যে অন্ধকার থেকে ধর্ম, চর্ম আর বর্ম ভেদ করে কীভাবে আসবে চুন,
আর কীভাবে আসবে জোঁক;
তারই বাসর হোক!