নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল – ৫

কৌতুক নাটক-কৈলাসে পদ বদল
৪র্থ দৃশ্য
(কৈলাস স্টেশন)
(কার্তিক বই পত্রের জন্য অপেক্ষা করতে থাকে।এমন সময় নারদ টোটো থেকে নেমে নারায়ণ কে নিয়ে আসে।
নারদ।এই হল কৈলাসের স্টেশন।এখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন।যত দেব দেবী আছে সবার গৃহ ও বাসস্থান এমনকি দেবালয়,যমালয় সব জায়গায় যেতে পারবেন। বেশি নয় এ হাত বাড়ালেই দেব দেবী। মোবাইল মোবাইল।
কার্তিক।নারদ দাদা যে তা কি মনে করে এই স্টেশনে, কেউ আসবে নাকি?এই বা কে?কেমন যেন মানুষ মানুষ গন্ধ!
নারদ। দেখলেন কি বললুম।হেঃ হেঃ হেঃ হাত বাড়ালেই দেব দেবী। বুঝলেন এ কৈলাসে যখন এসেছেন বেড়িয়ে নিন। দেখবেন মন ভালো হয়ে যাবে। শুধু রাজনৈতিক ঝামেলা এড়িয়ে চলুন।ব্যস তাহলেই আনন্দ আর আনন্দ।
নারায়ণ।না মানে আমার চাকরি?
নারদ। চাকরি!হেঃ হেঃ হেঃ চাকরি কি হবে এ কৈলাসে আপনি কাকে পড়াবেন মশাই।হেঃ হেঃ হেঃ। দাঁড়ান দাঁড়ান কার্তিক দাদা কে ব্যপারটা বলি। মোবাইল মোবাইল।
নারায়ণ।ইনি কার্তিক!বাবা বুঝায় যায় না।সব যেন মানুষ মানুষ ভাব।
কার্তিক। অবাক হবার কিছু নেই বুঝলেন মানব বাবু। আপনারা যেমন খাবার খান আমাদের তেমনি খাবার খেতে হয়।আর—
নারদ।আর টা না বলায় ভালো। মানুষ তো গিয়ে সব হাড়ি হাটে ভেঙে দেবেন।যাক যা বলছিলাম।ইনি এসেছেন চাকরির আশায়।
কার্তিক। চাকরি!এই কৈলাসে, ভাবা যায়।হ্যা একটা পদ খালি আছে আপনি তা করতে পারবেন মনুষ্য?অসূরের কাজ টা করতে পারবেন?তবে আমি আশাবাদী আপনি না পারলেও আপনাদের মধ্যে কেউ নিশ্চয় পারবেন।
নারায়ণ।তার মানে?
নারদ। মোবাইল মোবাইল। মানেটা খুব সোজা।মানে হল এখন মর্তে যে রকম নানা রকমের অসূররা ঘুরে বেড়াচ্ছেন যা আসল অসূর কেউ হার মানাবে।এই আর কি। মোবাইল।
নারায়ণ।তা যা বলেছেন। কিন্তু মাননীয় কার্তিক ঠাকুরের কাছে আমার করজোড়ে আবেদন ।আমাকে একটা মাএ চাকরি যেন দেন।
নারদ।লে হালুয়া মোবাইল মোবাইলএকটা মাএ।হেঃ হেঃ হেঃ।বলি দু’টো করবেন নাকি!একটা চাকরি পেতেই আপনি পথ ভুলে একে বারে কৈলাসে চলে এসেছেন।আর বেশি পেতে হলে তো ডবল কৈলাস চলে যাবেন মশাই।
নারায়ণ।না মানে,ঐ চাকরি টা দিন।যার জন্য এত পড়াশুনা করলাম।তার জন্য এত খরচ খরচা হল। মানে যেটা আমার প্রাপ্য।
কার্তিক।প্রাপ্য!ও মনুষ্য আমি তো এই কয়েক দিন হলো এই পড়াশুনার দায়িত্ব পেলাম।মানে শিক্ষা দপ্তর।আপনি তো আমার আমলে পড়াশুনা করেন নি তাই দাই আমার নেই।তবে আপনি যখন এসেছেন তখন বিবেচনা করে দেখছি রেজাল্ট কেমন বা ইন্টারভিউ নিয়ে দেখব তারপর না হয় ভাবা যাবে।
নারদ। মোবাইল মোবাইল । বুঝলেন কি না বুঝলেন মানব বাবু।যদি বুঝতে পারেন তাহলে চুপচাপ থাকুন।না বুঝে কোন কথা বলবেন না যেন।এটা কৈলাস এই কৈলাসে যেন কেলেঙ্কারি করে বসবেন না। আন্দোলন ,অনশন ইত্যাদি ইত্যাদি এখানে করে বসবেন না যেন। মোবাইল মোবাইল।
নারায়ণ।হ্যা বুঝলাম।আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। আপনারা পরীক্ষা নিন।আমি কিছু তে পিছপা হবো না। আমি মানুষ আমার জেদটায় বড়।চলুন কোথায় যেতে হবে চলুন তাহলে।
কার্তিক।নারদ দাদা এই মনষ্য কে আপনি নিয়ে যান মা এর কাছে।ও খানে কিছু খাবার খাওয়াতে ভুলবেন না যেন ।তারপর নিয়ে আসুন কৈলাস দরবারে যেখানে হবে এই মনুষ্যের ইন্টারভিউ। মানে আমি কিছু পরেই যাচ্ছি।
নারদ।চলুন চলুন এবার চলুন আমরা যাই মমতাময়ী মায়ের গৃহে। যেখানে অন্নপূর্ণার হাতে অন্ন খেয়ে আপনার শুরু হবে ইন্টারভিউ।চলুন—মোবাইল মোবাইল।
নারায়ণ।চলুন তবে চলুন।
(নারদ ও যুবক নারায়ণ চলে যায়)
কার্তিক।মানুষের আন্দোলন,অনশন লেগেই আছে। কিছু না পেলেই আন্দোলন।আর বলবে দিতেই হবে দিতেই হবে। কিন্তু দেওয়া যে কি কষ্টের যে দেয় সেই জানে,সে জানে।
(ফ্রিজ,আলো নিভে)
ক্রমশ….