কবিতায় বলরুমে পার্থজ্যোতি

খোলা চিঠি; তোকে
ইনফ্যাচুয়েশন আর ভালোবাসা ১-জিনিস নয়
এটা তো সবাই জানি; বুঝি কি সবাই ?
ভালোবাসা দিতে চায়; আর ইনফ্যাচুয়েশন শুধু চায় পেতে– এটুকু বুঝেছি।
প্রেম আর ভালোবাসা প্রভেদ অনেক
এটা শুধু তত্ত্ব দিয়ে বুঝি
বাস্তবিক কিছুই বুঝিনি।
সেই কবে সুনীলদা লিখেছিলেন– “ভালোবাসা প্রেম
নয়” ভাই, বুঝিনি কিছুই–
শুধুই কেঁদেছি বহুদিন।
আমি ‘দৈন্য-যুক্ত-কবি’ বলেছিল কেউ
কবিতা পেলব অঙ্ক; কখনো জটিল
ভালোবাসা ভিক্ষা করে হয় না ভাই
এটা কোনো ছিনিয়ে নেওয়ার বস্তু নয়
এটা যত তাড়াতাড়ি বুঝে যাবি ততই মঙ্গল
তোর, আমার আর সকলের…
আত্মমর্যাদার থেকে বড়ো কিছু নেই
বিবেকের থেকে কোনো বড়ো বন্ধু নেই
সততার থেকে কোনো বড়ো পন্থা নেই
ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই
সমস্তটা কর্মফল
অন্যকে যে ছোটো করে সে ব্যক্তি অধম
যে পুরুষ জাত ধুয়ে খায়
সে, মানুষের কলঙ্ক আর তাকে মেয়েলি বলাটা
মানে মেয়েদের ছোটো করা।
বড়ো হওয়া ভালো, ভালো হওয়া আরো বড়ো
বাধ্য হয়ে এসব লিখলাম
তোর জন্য; পারলে মান-হুঁশ হোস্
ইতি এক ব্যর্থ কবি।