সাতে পাঁচে কবিতায় নাসির ওয়াদেন

এ চলার শেষ নেই স্রোতে – বিস্রোতে
মনখারাপ করলে নদীর কাছে যাই
নুড়ি পাথর আর সোনালি চিকচিকে বালি
কাছে ডেকে নিয়ে যায় জোনাকির দেশে
ভালবাসা বেঁচে নেই, সামনেই চোরাবালি
স্বতঃস্ফূর্ত নদীটির জলে প্রেম শুয়ে আছে
পৃথিবীর বিষাদ গ্রাস করে আর শুষে নেয়
ইতিহাসের চাকা চলতেই থাকে, ছুটে শফ
স্পন্দিত হাওয়ার সাথে মিশে থাকা ন্যায়
ন্যায়-অন্যায় পাশাপাশি হাঁটে হাতে হাত রাখে
এ চলার শেষ নেই স্রোতে আঁকাবাঁকা সম্মুখে।