কবিতায় পাঞ্চজন্য ঘোষ

বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ
আমাদের রবি তুমি
ছন্দে গীতিতে বর্ণে বর্ণে
গদ্যে ,নাটকে ও তুমি
গীতি আলেখ্যে তুমি।
বাংলা ভাষা সাহিত্য
প্রাণ পেল তব লেখায়
শ্রেষ্ঠ হলে তুমি।
শব্দচয়নের ছন্দ আগমনে
নোবেলজয়ী তুমি।
বিশ্ব চিনিল বাংলা ভাষা
ধরি তোমার হাত খানি।
গর্বিত মোরা তোমার জন্য
গর্বিত মোদের ভাষা।
এত মাধুর্য বাংলা ভাষায়
তুমি তার মধ্যমনি।
মধ্য গগনে রবি কিরনে
সমৃদ্ধ হইল ভাষা।
শ্রেষ্ঠ সাহিত্য এই ভাষায়
তার শ্রেষ্ঠ রত্ন তুমি।
প্রণমি তোমারে হে রবীন্দ্রনাথ
প্রেরণা পাই যখন।
শয়নে বসনে
নিশি বিচরনে
শুধু তোমার লেখা।
অমৃত সুধা ঢেলেছ এত
তাই শ্রেষ্ঠ তোমার লেখা।