• Uncategorized
  • 0

খবর আছে -তে অমর্ত্য বিশ্বাস

বাংলা সাহিত্যে দেবাশিস রায়চৌধুরী
অমর্ত্য বিশ্বাস : আধুনিক বাংলা সাহিত্যে দেবাশিস রায়চৌধুরীর অবদান রয়েছে বহু । মফসল শহর বনগাঁতে তাঁর লেখালেখি জীবনের প্রথম সূচনা । বহুদিন ধরেই ছড়া, কবিতা ও গল্প লিখে চলেছেন তিনি । মূলত গল্পকার হিসেবেই তিনি অধিক জনপ্রিয় । তাঁর লেখা কবিতা প্রথম প্রকাশিত হয় ‘সুপ্তি’ পত্রিকায় । এক দীর্ঘ সাহিত্যজীবনে সমাজসেবামূলক কাজেও নিজেকে ওতপ্রোতভাবে জড়িত রাখেন তিনি । তরুণ লেখকদের উৎসাহ দান সহ তাঁর পশু ও পরিবেশ প্রেম পাঠককুলকে বিশেষভাবে আকৃষ্ট করে । যশোর রোডের গাছ কাটাকে কেন্দ্র করে তাঁর আন্দোলন নাড়িয়ে দিয়েছিল তৎকালীন সরকারকে । প্রথম জীবনে তিনি কলকাতাতে চাকরিরত অবস্থায় রেডিওর কলকাতা ক সেন্টারে রোজকার প্রাত্যহিকী অনুষ্ঠান করতেন । সেসময় ধারাবাহিক চিঠি দেবাশিস রায়চৌধুরীকে পাঠকদের কাছে বিশেষ পরিচয়ের জায়গা করে দেয় । তাঁর প্রথম গল্প ছাপা হয় ‘অন্বেষা’ পত্রিকায় আর তারপর থেকেই অবিরত তিনি লিখে চলেছেন একাধিক গল্প । ২০১৮ বনগাঁ জেলা গ্রন্থমেলাতে প্রকাশিত তাঁর অনুগল্প সংকলন – ‘উচ্ছেদ এবং পুনর্বাসন প্রকল্প’ বিশেষভাবে আলোচিত হয় । কবিতা আশ্রম, দৈনন্দিন, সাহিত্যালোক , চিলেকোঠা, অন্বেষা , এবং অন্যকথা সহ রাজ্যের একশটিরও বেশি পত্র পত্রিকায় ধারাবাহিকভাবে তিনি লিখতে থাকেন ।আকাশবাণীর জনপ্রিয় অনুষ্ঠান প্রাত্যহিকিতে তিনবার সেরা পত্রকার হিসাবে নির্বাচিত হন এবং তিনবার সেরা হিসাবে তার সাক্ষাৎকার আকাশবাণী থেকে সম্প্রচারিত হয় । এমনকি ২০১৭ সালে তিনি চিলেকোঠা সম্মানে সম্মানিত হন । বনগাঁ সহ শহর কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে অসংখ্য সম্মানে সম্মানিত হন তিনি । সুদীর্ঘ জীবনের দীর্ঘ সাহিত্যচর্চায় দেবাশিস রায়চৌধুরী পাঠককুলের মনে শুধু সাহিত্যিক হিসেবেই নয় একজন ভাল মানুষ হিসেবে জড়িয়ে রয়েছে ভালোবাসায় ।

দেবাশিস রায়চৌধুরী

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।