T3 || আমি ও রবীন্দ্রনাথ || সংখ্যায় জবা চৌধুরী

তোমার জন্মদিনে
তোমার নামে কানন ভরে ফুলে
জীবন খেলে মত্ত খুশির ডানায়
লক্ষ প্রাণের প্রেমের ছোঁয়া মন্তরে
সেই চাওয়াতে তোমায় শুধু মানায়।
পথ হারানো পথিক খুঁজি ঠিকানা
নীহারিকা নিবিড় যখন অন্তরে
আসনপাতি গাইতে তোমার মঙ্গলগান
দূরত্বটা ঘুচে তখন মন্থরে।
ভোরবেলাকার প্রথম পাখির গানে
পূব-আকাশে সূর্য্য যখন হাসে
তোমার নামের অঞ্জলি ভরি মনে
স্নিগ্ধ আলোয় বাঁচার অবকাশে।
বহুযুগের পথ পেরোনো শেষে
দেখাও আলো শাশ্বত অধ্যায়ের
রাতসাগরে ভাসিয়ে তোমার তরী
পালটি তোলো সাবধানে ওই নাও-এর।
জন্মদিনে কী-ই বা দেবো তোমা
বিষণ্ণতার ভরা এই অঙ্গণে
শেখাও হতে মাটির কাছে ঋণী
প্রণাম কবি আজ এই শুভদিনে।