কবিতায় বলরুমে পার্থজ্যোতি

প্রার্থনা
রবিবাবু, আমার ভিতরে ঠিক এ্যাতটাই স্পর্ধা দিন, যাতে
শুদ্ধ করে দিতে পারি, আমাদের, পুরোটা সমাজ
হিংসা-দ্বেষ ভুলে যেন প্রত্যেকেই শুভ কর্মে মাতে
ভিন্ – গ্রহী প্রাণিরাও মুগ্ধ হয়ে চেয়ে দ্যাখে পৃথিবীর সাজ!
রবিবাবু, তাকিয়ে দেখুন আজ, চারিদিকে শুধুই বৈরিতা
কেউ ভালো নেই আর এমনকি শয়তানেরাও যে,
ভয়ে-ভয়ে বেঁচে আছে, তাদেরও তো নেই কোনো সীতা
আর ভালো মুষ্টিমেয়, তাদের সম্মুখে ফণা, ও, কে!
রবিবাবু, বলে দিন কানেকানে, এসে গেছে কল্কি অবতার
সে কী, আজ, কবি নিজে! নাকি অন্য কেউ অন্তরালে
অচিরেই করবে সে যে, শাপমুক্ত জগৎ-সংসার
যেমন হয়েছে ঠিক অনন্ত-অতীতে কালে-কালে…
রবিবাবু, আমাকেই দিন-না কেন সঞ্জয়ের-চোখ!
শ্রীকৃষ্ণ-অর্জুন হয়ে ভষ্ম করে দেব ঠিক জগতের শোক।