কবিতায় বলরুমে সীমন্তিনী দাশগুপ্ত

স্বাধীনতা / নির্জনতা
হাঁটতে গেলে হোঁচট খাই।
দুর্বলতা, ক্লান্তি, একঘেয়েমি
একের পর এক পাহাড় জমায়,
মাঝরাতের এক-দুফোঁটা ল্যাম্পপোস্টের আলো,
কোনো এক অজ্ঞাত কারণে
পাশের পাড়ার কুকুরটার একনাগাড়ে কান্না,
যখন খুশি ঘরে ঢোকা, ফের বেরিয়ে পড়া,
প্রশ্ন জাগায়।
বহু বছর হল,
প্রচলিত সব ধ্যান-ধারণা,
নিয়ম, ঔচিত্য, ছুৎমার্গের ঊর্ধ্বে উঠে গেছি,
আত্মনির্ভরতার মধ্যে খুঁজে নিয়েছি
আত্মসন্তুষ্টির রসদ,
জীবন যাপনের সহজলভ্য নিয়মাবলী
হাতে তুলেছি যতবার,
অবজ্ঞার হাসি হেসে
প্রতিবার দুমড়ে মুচড়ে ফেলেছি নর্দমার ধারে,
তবু প্রতিবার,
এই গাড়ি থেকে ওই গাড়ি,
এই হোটেল থেকে ওই হোটেলে যাওয়ার মাঝে
আয়নায় যতবার ধরেছি নিজেকে,
সুগঠিত, চমকপ্রদ শরীরের জৌলুস বাদে
বাকি সবের অস্তিত্বকে মিলিয়ে যেতে দেখেছি ক্রমশ
এবং ব্যক্তিগতভাবে স্বাধীনতা ও নির্জনতার
তফাত গেছে মুছে।