মার্গে অনন্য সম্মান তনুশ্রী নাইয়া (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮২
বিষয় – নক্ষত্র
তারার দেশে
গভীর রাতের অন্ধকারে ঝিকিমিকি তারার দেশে
নিবিড় কোনো চাওয়া-পাওয়া এক লহমায় যায় যে ভেসে।
নির্ঘুম রাত, উদাসী বাতাস চোখ রাখি বাতায়নে,
নীরব আকাশ, মেঘমালা,চাঁদ-তারারা সংগোপনে।
আকাশ ভরা গ্রহ তারা, কেমন যেন আত্মহারা!
নীরবতার আবেশখানি কেবল করে কানাকানি
হাজার স্বপন হৃদয়তলে স্মৃতির সূতোয় টানাটানি।
ভাবছি যদি তারার দেশে চলে যেতেম এক নিমেষে
সেথায় তারার মালার সাথে মিশে যেতাম অবশেষে।
ওরা কেমন একদেশেতে রয়েছে মেতে আনন্দেতে
তাইতো আমার ইচ্ছে করে সব কিছু আজ তুচ্ছ করে
পাড়ি দিই আকাশপারের সেই দেশেতে।
উদাসী মন যায় হারিয়ে ছায়াপথের সীমানাতে
স্বপ্ন আমার ছুঁতে চায়, দু’চোখ ভরে নয়নপাতে।।