দিব্যি কাব্যিতে অরূপ

অলিখিত
তারপর,
কতটা হাঁটলে অতীত ভুলে যেতে?
হিমবাহ পার করে এলে আমার প্রস্তর অবয়ব দেখতে!
আমার শরীরে এখনও লেগে আছে জল শ্যাওলা
জমিয়ে রেখেছি তোমার দেওয়া সান্দ্র অনুভুতি ,
সহজাত,
অভ্যাস তোমার সঙ্গ
টুকরো হওয়া আলো,উড়িয়ে দেওয়া ছাই
ঘুম থেকে ঘুম ছুটে তোমার কাছে পৌছাই
বিন্দু
তফাত শুধু রঙে
রক্তে আর ঘামে,
সময়ের আস্তিনে দূরত্বফরমান
এ কেমন আমাদের বুননবয়ান?
পথ
এ কেমন তুমি
তুমি করেছ ছন্নছাড়া
সব মনখারাপের খবর
আবহাওয়া দফতর ও রাখেনা।