T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় রঞ্জনা বসু

ঘর খুঁজতে
এমন একটা ঘর খুঁজছি
আশ্রয়ে তার ছড়ানো লাবণ্য
মাথার ওপর উদার আকাশ
প্রাণ ভরা শ্বাসে জেগে থাকা অস্তিত্ব
যেন এক আন্তরিক মায়ের কোলের মতো।
কোথায় লুকিয়ে তুমি?
স্বপ্ন বুকে করে তোমাকেই খুঁজে চলি!
অথচ একদিন ছিল
রোদমাখা মনোরম ফুলের উদ্যান
পাখিদের কলরব জোৎস্নার স্নান।
এখন রোদ্দুর যত আগুন হয়েছে
আগুন চতুর্দিকে, পৃথিবীর গভীর অসুখে
কিন্তু আমরা তো জানতাম
আধুনিকতার ঔদ্ধত্য নিয়ে একদিন
নিশ্চিন্ত আশ্রয় হারাবে মানুষ
তবুও উষ্ণায়ন আর হারিয়ে ফেলা
জলস্তরের জন্য এভাবে উদ্বিগ্ন হইনি
রাখিনি নিরাময় জীবনের স্থান,
ঘর গড়া কি সহজ এতো
যদি না থাকে টান?
একটা ঘর খুঁজি, অস্তিত্বের খোঁজে
জেগে থাকি নিদ্রাহীন দুষনের রাতে।