T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় রীতা চক্রবর্তী

রক্তভেজা বসন্ত
সবুজ সতেজ উচ্ছল যৌবন
যেন পাতাবাহারি বসন্তের নিঃশব্দ হানাদারী।
হৃদয়ের ক্যানভাসে রঙিন আকাশ
মনের গভীরতা ছড়ায় কাজলরেখায় ।
স্বপ্নভেলায় ভাসানো অনুরাগী মনের
দুয়ারে দাঁড়িয়ে কে যেন বাঁধে জীবনের জয়গান।
হোকনা সে ভারতীয় ছাত্রাবাসের,
ইউক্রেনী মেয়ের মন বুঝি প্রেমের পাঠ জানেনা!
ভালবাসার অঙ্গীকারে সব বাধা দুর করে
শরীর মিলন স্বপ্নের জাল বোনে আষ্টেপৃষ্ঠে ।
পলাশরাঙা দুটি অনুরাগী মন বোঝেনা
এ’পৃথিবীর বানিজ্যিক বিপণন শর্ত।
চুক্তিবদ্ধ বনিকের দেশ চায় আধিপত্য
বিস্তারের লড়াইয়ে পৃথিবীকে জিতে নিতে।
টাটকা রক্তভেজা মানুষের পরমায়ু
ছাড়া আর কিছু চায় সে প্রতিউপহার।
কখনও অস্ত্র হাতে কখনো বা অস্ত্রহীন
জীবানু যুদ্ধের পথে জিততেই হবে।
জনসংখ্যা নিয়ন্ত্রণ, বৃদ্ধভাতা পেনশন
সমাজ আগাছা যত কর ঝড়বেগে নির্মূল।
রক্তের স্বাদলাগা শ্বাপদের জিভ
মানুষের রক্ত চায় নানা ছলে বলে।
বাবুইয়ের বাসাবোনা ভালোবাসা
সুখনীড় বোমারু আঘাতে খন্ডিত মাংসপিন্ড।
ছবিআঁটা কফিন ফিরে আসে একদিন
উন্নতির সোপান ধরে গিয়েছে যেভাবে।
শূন্য খাঁচা বুকে নিয়ে শীর্ণকায় শুষ্ক দুটি চোখ
রুদ্ধবাক্ থাকে শেষের অপেক্ষায়।