কবিতায় ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল

রঙের সোহাগ
তোমার আবির লাগা হাতের
স্পর্শ লেগে আছে।
অনুভূতির জলে ধোয়া ফাগুন
তোমাকে রাঙাবে বসে আছে
বিলীন হয়েছে বিশ্বাস
খাঁটি আর নেই অভিধানে
ছুঁয়ে থাকে ফাগের কিছু কথা
অভিনয় রঙ মেখে হাঁটে
কত কত দিন কুয়াশা ছিঁড়ে
এসেছিল কাছে আরও কাছে
রঙের সোহাগে ঢাকুক শরীর
শূন্যতা রঙ মেখে হাসে
স্বপ্নমাখা আবির গুলাল
পলাশের মত মনে ফোটে।