T3 || নারী দিবস || সংখ্যায় দেবাশীষ মণ্ডল

নারী

নারী মানে মা যে আমার –
নারী মানে বোন,
নারী মানে জগত সাজায় –
একান্ত বন্ধন।

নারী মানে আমার চোখে –
স্বপ্নে সাজায় ঘর,
নারী মানে একা জগত –
সব কিছুরই নির্ভর।

নারী মানে দূর্গা মা যে –
নারী মানে মা লক্ষী,
নারী মানে সব সৃষ্টির –
একা থাকে সাক্ষী।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *