মার্গে অনন্য সম্মান জয়েশ নাথ (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৫
বিষয় – চুপকথা
ভবিতব্যের নীরব প্রহার
আজ শুধু ভাবি কোথা পাবো চাবি
দেবে খুলে তালা,
যেই খাই খাবি করে বসি দাবী
যাক ধীরে জ্বালা;
চোখে ঠুলি পরে রোজ মাথা ধরে
তবু টানি ঘানি,
স্বেদ কায়া ভরে এভাবেই মরে
যাবো তাও জানি;
কলু হয়ে বাঁচি সুখ বুকে যাচি
সরে যায় দূরে,
আমি তাই নাচি যতো দিন আছি
শুধু মরি ঘুরে;
মুখ বাঁধা থাকে প্রতিবাদ ঢাকে
নীরবতা রাজে,
জীবনের বাঁকে বেশ পড়ি ফাঁকে
অপয়ার সাজে;
দুখ এসে বলে সরিও না ছলে
সহজেই নামি,
জেনো প্রতি পলে এই খেলা চলে
শুনে ভয়ে ঘামি;
যাতনারা বোঝে ছলছুতো খোঁজে
আঁচড়ায় মাটি,
প্রীতি ঘাড় গোঁজে অন্তর যোঝে
চেনে না কি খাঁটি;
কতো ব্যথা আছে থেকে যায় কাছে
সম্মুখে ভাসে,
ভুলে যাই পাছে খাস পল বাছে
চুপকথা হাসে।