T3 || Valentine’s Day Special || সংখ্যায় মানস চক্রবর্ত্তী

আত্মকথা
বাউণ্ডুলের আত্মকথা
অধিকারের কাছে হলুদ পাতার মতো পড়ে আছে
কুঞ্জবনে দুর্নামের মতো পড়ে আছে
নিষিদ্ধ পুস্তকের মতো অপঠিত হয়ে পড়ে আছে
হে শব্দমুখর
শেষ আলাপটুকু সেরে
ঘুমানোর আগে অশুচি সারিয়ে
একবার মেনে নাও বৃত্তের পরিসীমা
একবার মেনে নাও নতজানু কৃতজ্ঞতা
তখন ক্ষতস্থান থেকে উঠে আসবে আত্মীয়তা |