সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

বরফ কথা
কনফেশন করতে চাও ,করো।ওগো মরমিয়া,
মেঘের ভেতর মেঘ,আকাশের উদ্বেগ।
অজান্তে বাতাস স্রোতে ভেসে যায় অপার্থিব হিয়া/
ছড়িয়ে ছিটিয়ে থাকে স্মৃতি,সুনিপুণ আবেগ
এরপর কথা হোক্,কথা হোক্ বার্তা হীন শোকে/
অনাবিল তৃপ্তিতে ভরে যাক্,ভরে থাক্ অমর্ত্য আলোকে
রাজি থেকো,রাজি হও গররাজি গলুক জীবনের
কটা দিন কতো ক্ষণ টুপ্ টুপ্ ঝরে যাবে বরফ পরাণের—-