মার্গে অনন্য সম্মান সাইদীপা বসু (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৩
বিষয় – দেশ ভক্তি

দেশপ্রেম

দেশপ্রেমটা উথলে ওঠে বীর শহীদের জন্মদিনে ,
মাতিয়ে রাখে শহরটাকে মালা, ফুল, বক্তৃতাতে ,
দিবসটা যদিবা হয় প্রজাতন্ত্র বা স্বাধীনতার,
কুচকাওয়াজ আর পতাকা হাতে জাগাই দেশপ্রেমটাকে।

বাকি দিনগুলো মনেও করি না আত্মত্যাগের বীর গাঁথা,
পার্টি, পলিটিক্স মোচ্ছবেতে কাটিয়ে দি আমজনতা ।
সিয়াচেন বা সীমান্তে সেনা জওয়ানের আত্মত্যাগ,
ফেসবুকেতে শেয়ার করি , দেশভক্তির মূল্যবোধ ।

স্বার্থ ছাড়া জানি না কিছু, আপন পর সব ফালতু,
দেশের কথা ভাবার জন্য বসে আছেন শত নেতু।
ভোট দিয়েছি, মসনদেতে বসিয়েছি প্রিয় দলটিকে,
পেট ভরছে দেশবাসীর, দেশপ্রেমের বক্তৃমেতে।

ভাষণ শুনে ভরছে না পেট ,থাক অভুক্ত আমার কি ,
বিদেশ ভ্রমণে কাটছে দিন, অচ্ছে দিন আসছে বৈকি!
কালো টাকা নেই গো দেশেতে আর ,বন্দি সব নোটেরা ,
তোমার কষ্ট শোনার জন্য বসে আছেন সব নেতারা! !

নীতির পরে নীতি, বৈঠকের পর বৈঠক হয় ,
দুর্নীতির পাকশালাতে রাজনীতিটা সেদ্ধ হয়।
মুখটি বুজে থাকতে হবে, নইলে তোমার সর্বনাশ,
আইন, বিল সব কব্জায় , দেখ শুধুই দেশের বিনাশ ।

শিল্পের ঘরে পড়ছে তালা, বেকারত্ব উর্ধমুখী,
দেশের হিতেই করছেন গো , বক্তৃতাটা জ্বালামুখী।
জাতের নামে বজ্জাতিটা ওদের আজ কুক্ষিগত,
ভাষার গলা দিচ্ছে টিপে জানিও নাকো তোমার মত।

দেশপ্রেমের বুলি আওড়ে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ছে জোর,
বীর সেনারা আজও আছেন, তাইতো জানি আসছে ভোর ।
অতন্দ্র প্রহরীরা আজও রক্ষা করেন স্থলে জলে দেশটাকে,
ভেকধারী নেতারা শিখুন প্রকৃত দেশপ্রেমটাকে।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।