স্মরণে লতাজী তে সরস্বতী বিশ্বাস

লতাজী
বাণী বন্দনাতে মগ্ন সবাই যখন,
চলে গেলেন বাইশে লতাজী এখন।
সাক্ষাৎ মা সরস্বতীর বির্সজন হলো,
সঙ্গীতের জননী পরলোকে গেলো।
চারিদিকে কতো-শতো আয়োজন,
সঙ্গীত ছাড়া যেনো,বিরহ বেদন।
সৃষ্টি -স্থিতি-লয়,সবই তো শেষ হয়,
দুটি বেনী,আটপৌরে পোষাক তাঁরই পরিচয়।
সঙ্গীত জগতের এক অধ্যায়ের সমাপ্তি,
শুধু মাত্র গলার জাদুতে,স্মরণে থাকবে জানি।
প্রতিটি গানে হৃদয় নাড়ে তোমার স্বর গলার,
শিল্পী গুণে অসাধারণ প্রতিভা ছিলো তোমার।
দেবলোকে বিদায় তব আজ সুর সম্রাজ্ঞী
বিনম্র শ্রদ্ধা জানায়,অতি সাধারণ লতাজী।