কবিতায় পদ্মা-যমুনা তে আনোয়ার রশীদ সাগর

নদীর স্মৃতি

নদী কখনো মরে যায় না
শুকিয়ে যায়,
নদী কখনো স্মৃতির আড়াল হয় না,
বুকের মধ্যে জেগে থাকে
সাঁতার ও স্নানে।
পিপাসিত আমি, নদীর জলের প্রত্যাশা-
দিনে রাতে;
অতল গহীনে দেখি স্রোতধারা নদী বয়ে চলে
আঁধারও প্রাণে।
বাঈজী খেলার জুয়াড়ি আমি স্মৃতির কিনারে
শ্যাওলা ভুবন,
বিরহী পরবাসী বারবণিতার চোখে স্বপ্নজল
আষাঢ়-শ্রাবণে।
নদীবুকে পাখা মেলে জলজ-জলে সাঁতার কাটি
শাপলাবনে।
নদী কখনো মরে যায় না
জেগে থাকে গহীনে গহীনে
স্মৃতি হয়ে পেখম মেলে খেলা করে
প্রাণে-পরাণে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।