কবিতা সিরিজে তুলসী কর্মকার

চাবিকাঠি
অন্তর্নিহিত সংস্কারে বন্দি আছি
রাতের অণুতে স্বপ্ন লেগে আছে
মনের আঙিনায় ভাবনার আনাগোনা
চোখ তোমাকে দেখে
আলাপন
অভিযোগ ভা’বাসি
অকারণ বলতে থাকি সুন্দর
ক্রমশ অকৃত্রিম হয় যত তুমির উপকরণ
হদিস
আজ সফর জুড়ে পাহাড়ি অর্কেস্ট্রা
ছুটছে ট্রেন চোখ তার পিছু পিছু
চলমান ক্যানভাস
উঁচুনিচু কারিশমা
কেন কখন কোন কারুতে রচিত
অবিরাম বসে থাকা ইতিহাস
ভৌগলিক হয়ে যায়
পুলকিত মন
প্রেমজ বীজ রোপিত হয়
দিশা রক্তে নিমজ্জিত হতে চায়
স্কেল
জীবন নিয়ে এসেছি
মাপ শুরু করলে
দীর্ঘ সময় অতিবাহিত
টুকরো স্পেলে
খুঁজে পেলে যাপনের ক্ষণ
হিসেব দিলে
০ আঁক আর বাঁক
১ বেড়ে উঠা দৈর্ঘ্য
২ প্রতিটি সঙ্গমের মান
৩ নেশার মাতন
৪ ঘুম
৫ জেগে থাকা
৬ স্বপ্ন
৭ চলমান সময়
৮ কল্পনা
৯ মন কেমনের ভাষা
সবই আলাদা আলাদা
শূন্য থেকে নয়
বাটখারা সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত
বাকি সব পোশাকি পুনরাগমন
অসম্পূর্ণ লেখচিত্র
মানুষের মানচিত্রে ভা’বাসা আছে
বিবেক বুদ্ধি জ্ঞান আছে
পরিস্থিতি দ্বারা পরিচালিত
কারণে অকারণে কে কতটা চাইবে, কাকে কতটা প্রাধান্য দেবে
নির্দিষ্ট কোন পরিমাপ নেই কিন্তু অস্তিত্ব আছে
ধৈর্য্য সহকারে দৃষ্টিনিক্ষেপ করলে
ফুলের পাপড়ি খোলা দীর্ঘমেয়াদে উপলব্ধি করা যায়
অথচ ঘৃণা অভিযোগ প্রতারণা স্পর্শকাতর লজ্জাবতীর ন্যায়
কম সময়ে চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়
মানচিত্রে আঁকা যায় না