কবিতায় বলরুমে পৃথা চট্টোপাধ্যায়

কয়েক শো ফুট স্মৃতির গভীরে
শূন্য চেয়ারে পড়ে থাকে অসমাপ্ত কথোপকথন
শেষ দেখা সত্যিই কি শেষ !
তখন কলকাতা জুড়ে অসম্ভব ট্রাফিক জ্যাম,
হাঁসফাঁস জীবনের দিন।
অসহ্য গরমে ৭৮ সি বাসের এক কোনে
একটা নির্লিপ্ত মুখ
তার ভেতরের স্ফুলিঙ্গকে চেপে
কীভাবে ক্রমশ নিঃস্ব হলো …
সম্পর্কের মধ্যে হাইফেন এর ব্যবহার থাকে কি?
একমাত্র সাক্ষী বলে অপরাধী মনে হয় ।
শীতের রোদে ওম লাগে,
বসন্তের বাতাসে লেবু ফুলের ঘ্রাণ ,
সব দিন রাত্রি জানালার ভিতরে উঁকি মারে।
পাতাল রেলের মাটি খোঁড়াখুঁড়ি এখনো চলছে…
কলেজ স্কোয়ার পেরিয়ে সূর্য সেন স্ট্রিট হয়ে
অলি গলি ধরে মহেন্দ্র লাল দত্তের বাড়ির পাশের
ব্লাইন্ড লেনে নিজেকে হারিয়ে ফেলি
হাঁটু ভাঁজ করে বসে দেখি কয়েক শো ফুট স্মৃতির গভীরে ফেলে আসা কোনো নাম…