কবিতায় স্বর্ণযুগে হরিৎ বন্দ্যোপাধ্যায় (গুচ্ছ কবিতা)

রাস্তা পার হতে হতে
তারপর রাস্তা পার হতে হতে আঙুল জড়াই। কখন বাড়িয়েছিলাম জানি না। কোথাও কি কোনো টান পড়েছিল? মাঝরাস্তায় হাত আঙুল কিছুই খুঁজে পাই না। কে গুটিয়ে নেয় কে জানে। চিৎকার করে হেসে উঠি। আমি কি এই চলাচলের বিশ্বাস পাই? তবে হাসির কারণ জানলেও বলব না।
কে দাঁড় করিয়ে রেখেছে
কি একটা কথায় তুমি একেবারে হেসে গড়িয়ে গেলে। আমি তখনও দাঁড়াতে পারছি। শুধু তাই নয়, কাছের একটা পেয়ারা গাছ থেকে একটা পাখি ডেকে উঠতেই আমার মনে হলো আমাকে কে যেন জমির আলে বসিয়ে দিয়ে গেছে। জমির আল না সজাগ কান —– কে আমায় দাঁড় করিয়ে রেখেছে আমি জানি না।
ওঠানামার রঙ
হঠাৎ করেই নেমে পড়লাম। কোথাও যাওয়ার তো নেই। উঠেছিলাম কেন তাও জানি না। নেমে পড়তেই সবাই বলল —– ভুল। এই প্রথম শুনলাম নেমে যাওয়া ভুল। যেন আমাদের কোথাও কিছু নেই, রেখেও আসি নি কোথাও কিছু। সবকিছু কুড়ানোর ভারে নামিয়ে দিল কিনা কে জানে। ওঠানামার এতো রঙ আছে জানলে দৌড়াদৌড়ি না করে সাতসকালেই ঘুমিয়ে পড়তাম।