মুক্ত গদ্যে অমিতাভ ভৌমিক

বেনারস না বারাণসী

নতুন হোক বা পূরোনো, বেনারসের সরু ঘিঞ্জি গলি থেকে রাজ পথে শশব্যস্ততা চোখে পড়ার মতো। কুঠিবাড়ি থেকে কোঠী দুটোই ওয়াল সেয়ার করে তৈরী। এক মাত্র কিছু হেরিটেজ বিল্ডিং গুলো এক্সেপশন, চার দিকে আলো বাতাসের আনাগোনা।

কমন যা চোখে পড়ে… ধর্মের ষাঁড়, ই-রিক্স, বাইক, ছোট/ বড়/ মেজ/সেজ মন্দিরের শিব, দূর্গা, রাম, হনুমানের নানান রুপে ল্যাভিস ডিসট্রিবিউশান।

রিলিজিয়াস ওয়াল আর্ট। চটপটি স্ন্যাক্স, ঘন দুধের চা, মিল্কি মিঠাইয়ের সমাহার। উঁচূ নীচু,
এব্রো খেব্রো গলিতে রোজ হাঁটাহাঁটি করলে, ওয়েভ সার্ফিং এর শ্যাডো প্র্যাকটিস হয়ে যাবে।

রাস্তা পারাপার এখানে বিশেষ স্কীল। গল্ল্যি গুলো ইন্টারলিন্কড হলেও রীতিমত ভূল ভূলাইয়া! কোনো ভিআইপি না এলে ট্রাফিক/পুলিশ এর দেখা পাওয়া দুষ্কর।

শিব ঠাকুরের আজব দেশে ট্রাফিক রুল্যস্ সর্বনেশে, পুরো ব্রেক ফ্রী! বি এইচ ইউ আর এক দুটো জায়গা ছাড়া,

নো পোস্ট, নো সিগন্যাল, নো ক্যামেরা… যেমন খুশি তেমন।
এতো সরু গলির ফ্লেভার ক্যাপচার করতে ডি এস এল আর
চাই, যা আমার সংগে নেই।

ভিস্যুলাজ করে নাও। কিছু আপাত পরিচ্ছন্ন রেফ ফ্রেম দিলাম। নেক্সট টাইম ট্রাই করব,আর কি!
