কবিতায় চিরন্তন ব্যানার্জি

প্রণাম

সাতশো বছর আগে কিম্বা আজ,
করতে লড়াই কলজের জোর লাগে;
পুরুষতন্ত্র ভাঙ্গার কঠিন কাজ,
চিরকালই মীরাবাঈ এর ভাগে।
অন্দর কে বাইরে নিয়ে এসে,
এক মীরাবাঈ গান শোনালো তার;
দেড়শো কোটির আমার পোড়া দেশে
আরেকজনের গলায় রূপোর হার।
যতই তাকে বাঁধো ঘরের কোনে,
সব মীরাদের যুদ্ধ আছে জারি-
জিতবে তারা জানি নিজের মনে,
স্বপ্নউড়ান ডানায় দেবে পাড়ি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।