সাতেপাঁচে আজ কৌশিক দাস

ডেকে যাচ্ছে খোকা
সে জানে না কোথায় যাবে? অলঙ্ঘ্য পথ কত?
খেলতে খেলতে এও জানে না মা হয়েছেন গত!
দু এক কদম হাঁটতে হাঁটতে ছলকে ওঠে পা’টা,
ভাবছে বুঝি রোজের মত ঘুমিয়ে আছে মা’টা!
হঠাৎ যদি খিদের জ্বালায় চেঁচিয়ে ওঠে ‘মা গো ‘,
কোন দেবতা বলবে তাকে ‘মরণ হতে জাগো’!
আর যদি সে বায়না করে ‘ চলনা বাড়ি মা রে ‘
ধ্বংস হবে এ সভ্যতা, অবুঝ চিৎকারে।
খেলতে খেলতে ভাবছে ছেলে ঘুমের থেকে জেগে,
‘কোথায় গেলি খোকা ‘বলে, ভীষণ যাবে রেগে।
সেই থেকে সে চাদর ধরে দাঁড়িয়ে আছে ঠায়,
সে জানে না এই দেশে হায় মানুষ ভেসে যায়!
আমরা কেবল ‘নেই ‘কলসে যাচ্ছি দিয়ে টোকা,
শাড়ির খুঁটে টান পড়েছে, ডেকে যাচ্ছে খোকা!