কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজল সালেহ

স্বদেশ পরাজিত হয় না
জেলে পল্লিতে আগুন জ্বলছে
যেন রক্ত ঝরছে বাংলাদেশের।
শারদীয় উৎসবে রক্তের ছোপ
ভয়ার্ত আয়েশে উৎকণ্ঠা, অজানা ভয়ে
এই বুঝি শুরু হবে লুণ্ঠন, আগুনসন্ত্রাস ভাঙচুর…
পাহাড় মাঝেমধ্যে অশান্ত করা হয়
সাগরে অন্ধকার, বনে প্রবেশাধিকার নিষিদ্ধ হয়
খুন, গুম, ধর্ষণ, মাদক, অশান্তির খবর
প্রতিদিনের খবরের কাগজের শিরোনাম এগুলোই।
এ কী আমার বাংলাদেশ?
এ কী আমাদের দেশ?
তবে কী স্বদেশ পরাজিত হবে?
স্বদেশ তো পরাজিত হয় না কোনোদিন!