সাতে পাঁচে কবিতায় শম্পা সাহা

যাত্রা
আমি একাই হেঁটে চলেছি এক শূণ্য প্রান্তর ধরে
পেছনে যেমন লোকে রাখে পায়ের ছাপ
তেমনি আমি ছড়াতে ছড়াতে ছাড়াতে ছাড়াতে চলি
কতশত সম্পর্ক, সম্পর্কের গাঁট
বড় পিচ্ছিল শ্যাওলা মাখা স্যাঁতস্যাঁতে শরীর জুড়ে
সবুজ গলিত ক্লেদ
অতীত সম্পর্কের ছায়ারা বড় দীর্ঘ
গ্ৰাস করে অনাগত ভবিষ্যৎকেও
রোজই নতুন কুঁড়ি মাথা চাড়া দেয়
রোজই নতুন করে মুড়িয়ে ভাঙি সম্পর্কের মাথা
আর দরকার নেই এইসব জঞ্জালে
দরকার নেই এইসব লতানে বাহুল্য বোধ
নির্বোধ মন নির্বেদ আত্মাও ঢের বেশি ভালো
একটা একটা করে যেমন গহনা খুলতে খুলতে চলেছিল সীতা লুন্ঠিত হবার কালে চিহ্ন রেখে যেতে
আমি চিহ্ন হারাতেই যেন সম্পর্ককে খুলে রেখে যাই
ছেড়ে রেখে যাই নির্মোকের ন্যায়
সরীসৃপ স্থবিরতা গ্ৰাস করে আমার ত্রিকাল
শীতঘুমে এই বেশ আছি
একাকী সম্পর্ক হীন দিব্য রোজই
বিষণ্ণ তৃপ্ত বাঁচা বাঁচি।