গদ্য বোলো না -তে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

অমরত্ব

একটা মানুষকে কত চড়াই উতরাই পার হতে হয়ে জীবনের প্রতিটা বাঁকে৷ কত গল্প, কত সত্য ঘটনা, কত সংগ্রাম, কত পদপৃষ্ঠ হওয়ার মুহূর্ত, কত পোড়া ছাই আরও কত কত বিদেহী মঞ্চের সামনে দাঁড়াতে হয় তাকে৷ ক্রমশঃ পুড়তে থাকে দুপাশের ডানা৷ গোল দিঘির জলে কখনও কখনও ঢিল ছোঁড়া দূরত্বে আলোড়ন তীব্র হয়ে ওঠে৷ পারদের মত যন্ত্রণাগুলো তখন জ্বলতে থাকে৷ মুঠো মুঠো কাশফুল কাঁদায় মাখামাখি হলে, দক্ষিণের জানালায় রাহু বাসা বাঁধে৷ উদাস বাউল একতারা বাজালে রেড়ির ক্ষেতে দুঃস্বপ্নরা বাসা বাঁধে৷ একটা একটা করে সিঁড়ি নামতে নামতে পাতাল পর্যন্ত শূণ্যতার মিছিল ছড়িয়ে পরে৷ বিচ্ছেদ মুহুর্মুহু ঝলসে উঠলে, রক্তের ফোঁটা বারোয়ারি রাজপথে ছোট নদীর মত রহস্যময় হয়ে ওঠে৷
ব্রজকিশোর বটের ছায়ায় বাস করে যে আত্মজন, তাদের ঘিরেই মোহনমিতালি সংসার৷ সে সংসারের আনাচেকানাচে মিছরির দানার মত সম্পর্ককে ছড়িয়ে থাকে৷ স্পর্শকাতর বুদবুদ সূর্যের আলোয় কখনও রামধনু রং ছড়ায় কখনও আলকাতরায় মথিত ক্ষতে বিষের ঝাঁজ৷ কত কথাকৃতি, কত ভালোবাসার অরূপরতন৷ সম্পর্কের আলিঙ্গনে বেড়ে ওঠা স্বপ্ন চাঁদের মত কখনও শুভ্র জোৎস্নায় ভাসে৷ কখনও আবার বদ্ধভূমির কালো অন্ধকারে ম্লান হয়ে আসে নিঃশ্বাস৷ জীবনবৃত্ত সম্পূর্ণ হতে পাকদণ্ডীর খেলায় কখনও রাজা কখনও ভিখারী৷ কখনও ভরানদী কখনও খালি কলসী৷
তবু প্রতিনিয়ত জীবন অমৃতকুণ্ডের সন্ধানে পার করে দিন মাস শতাব্দী৷ জীবনের এই প্রবাহকালে আমরা নিজের জন্য নয় অপরের জন্য, অনাহূতের জন্য, আগামীর জন্য কী দিতে পেরেছি, যার জন্য ব্যক্তি মনে রাখবে আমায়, দেশ মনে রাখবে আমায়, শতাব্দী মনে রাখবে আমায়, সেটাই বড় প্রশ্ন! পৃথিবীর বুকে দাগ কেটে যেতে হবে, যে দাগ একদিন মন্দির হয়ে উঠবে, মানুষ ভক্তিতে ভালোবাসায় সেখানে মাথা নোয়াবে৷ মানুষের হৃদয় আলোয় ভরে দিতে হবে যে আলো তার মনের সমস্ত অন্ধকারকে ভাসিয়ে নিয়ে যাবে৷ একমাত্র মানুষই সেই জীব যে অমর হতে পারে৷ নশ্বর দেহ অবলুপ্তির স্রোতে ভেসে যায় মহাকালের গর্তে, কিন্তু তার আভূমি কীর্তি তাকে অমর করে৷
সে অমরত্ব অমলীন, অক্ষয়৷
( কিংবদন্তী অভিনেতা, কবি, আবৃত্তিকার, গল্পকার, প্রাবন্ধিক, নট ও নাটক্যার শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে )
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।