|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় অনিমা দাশগুপ্ত

শারদীয়া দূর্গাপুজো
পুজো পুজো, এসে গেলো বিদ্যুৎ চমকের মতো,
বাঙালিদের প্রিয় শারদীয় দূর্গাপুজো
শারদপ্রাতে, শরতের নীল আকাশে
মেঘেদের চলছে অনবরত লুকোচুরির খেলা,
সেই সাথে শিউলি ফুলের গন্ধে
চারদিক হচ্ছে মাতোয়ারা
ধুপ, ধুনো ছড়িয়ে কাঁসর ঘন্টা বাজছে চারিদিকে
আলোর রোশনাই জ্বলবে নতুন নতুন প্যান্ডেলে সারারাত ধরে
সেই সাথে সাথে শঙ্খধ্বনি শোনা যায় দূর-দূরান্তে।
প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভীড়,
সাথে ঠাকুর দেখার উৎসাহ গভীর
মা দূর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক- গণেশকে পাশে নিয়ে
হাসিমুখে বসে আছেন সুসজ্জিত প্যান্ডেলের মাঝে।
নতুন নতুন পোশাক পরে সকলে খুশিতে পা-মিলিয়ে চলে,
আনন্দের ফোয়ারা বইছে চারদিকে,
নব নব স্বাদের খাবারের গন্ধে
আকাশ বাতাস হচ্ছে সুরভিত
সেই সাথে মানুষজন হচ্ছে পুলকিত
সপ্তমী, অষ্টমী ও নবমী কেটে যায়
দশমীর শেষে বিদায় করুণ সুর বেজে চলে,
সিঁদুর খেলা দিয়ে শেষ হয়ে যায় দশমী তিথি একেবারে।
মা দূর্গা আমাদের ফেলে চলে যান অবশেষে কৈলাসে
বিষাদের সুর ছড়িয়ে সকলের প্রাণে।
কান্নার সুরে ভেঙে যায়
বাঙালির হৃদয় প্রাণ, দুঃখের অতলে
বিদায়গাথা আগমনী নেমে এলো
প্রভাতরাতে সবার মাঝে
শরতের প্রভাত আলো
হারিয়ে আবার ডুবে যাবে ধীরে ধীরে
বাঙালির হৃদয়, মন, প্রাণ
ক্ষনিকের তরে গভীর বেদনাতে।