|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সালুনো

পাপ
শ্মশানের দিক থেকে উড়ে আসছে পাপ
মাথার ওপর সাঁতার কেটে চলেছে আমাদের ভুল বানানগুলো
দাঁড়ি-কমাহীন এই শতাব্দীর ভোর
যেখানে রাস্তার দু’পাশে আস্কারা পাচ্ছে অথাকথিত সমাজব্যবস্থার ঘুমগুলো
দলা পাকানো মস্তিষ্ক জমা হচ্ছে ঐদূরে
যেই মস্তিষ্কের ভেতর জ্বলে-নেভে আলো, জোনাকির আমরা ওই আলোপথ ধরেই হেঁটে যাই আলোকবর্ষ দূর, পাপেদের গোপনাঙ্গে
সেখানে পাথরের জীবন জেগে ওঠে, কাঁধে এলিয়ে দ্যায় মাথা
বমি করে দ্যায় গোটা পৃথিবীটাকে
আমি ফ্যালফ্যাল করে চেয়ে থাকি ফ্যাতাড়ু বিকেলবেলায়
আর তুমি ফ্যালোপিয়ান টিউবের ভেতর লিখে ফ্যালো আমার মৃত্যুর দিন