|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় মমতা ভৌমিক

টান
কিসের টানে ভাঙবি বেড়া
পাগল রে তুই পারলে এড়া
নেই কি প্রাণে একটুও ভয় ঘুম ভাঙার
জাগলে রিপু এ উৎসবে
সুখের আশা ফুরিয়ে যাবে
তাই তো বলি আয় ফিরে তুই আয় আবার।
কোন খেয়ালে ঘর ভোলালি
নয় কি সে রাজার দুলালী
কেমন করে নাওয়ের মাঝি ভুলল সুর
ভাটিয়ালী রক্তে দোদুল
শরৎ আকাশ জুঁই আর বকুল
ওরে মাঝি পাল তুলে তুই চল সুদূর।