|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সবর্ণা চট্টোপাধ্যায়

মাত্র দুটো ছবি
স্তব্ধ হয়ে আছে আকাশ
এমন করেও পাওয়া যায়?
ভোরের আলো যেন ছুঁয়ে গেল গাল
ব্যস্ত রাস্তায় হঠাৎ এসে টোকা দিল দুটো ছবি
টাচস্ক্রিন জুড়ে সাদা স্মৃতি
হঠাৎ লুকোচুরি
সারা ঘর ময় চন্দন বাস
লেপের কভারে লাগা লাল রঙ
দেওয়ালে দেওয়ালে চার হাতের ঘাম চিহ্ন
এতো গৃহপ্রবেশ আমার!
মেরুন বেনারসি, দুধ আলতা পা
পিছনে তোমার স্থায়ী স্পর্শ
সে ছবি তো আমার নয়! তবুও আমার…
ধুলো খাট, চাদরে মোড়ানো দুটো বালিশ
কতকাল পর খুলেছ বন্ধ দরজা
এই যে এত নিশ্চুপে দিয়ে যাও আলো
এও কম কী!
তোমারই চোখে দেখি হারানো খড়কুটো
ব্যস্ত রাস্তায় আজ আচমকা যেন সংসার তুলে দিলে
মাত্র দুটো ছবি…
শুধু
আমাদের এক হওয়া হল না আর!