ফুরিয়ে যেতে যেতে একদিন সময় থমকে দাঁড়াবে
ঠিক ভাঙা মাস্তুলের মত,
যেমন স্রোতের বিপরীতে চলতে চলতে
গতি মন্থর হয়।
উথাল-পাথাল বিশাল ঢেউ
দুলিয়ে দেবে জীবন সমুদ্রে,
সেই ক্ষনিকের ঝলকানি তে
হিসেব কষে নিতে সব ভুল-চুকের
গরমিল ও নিখুঁত হিসেবের
দোদুল্যমান টানাপোড়েনে
মন চলে যাবে, সেই,
সেই মাঝ নদীতে ভেসে যাওয়া
মাঝি ভাই এর ডিঙির দিকে,
যেখান থেকে ভেসে আসতো
ক্ষীণ এক ভাটিয়ালি…
যেখানে ছিল না বিশাল বিশাল এই স্রোত
যেখানে হিসেব মেলাতে পা ডোবানো যেত
শান্ত ও কোমল এক নাম না জানা
নদীর জলে…
সেখানেও ঝড় উঠতো,
ঝংকার বাজত, ভেসে আসত ছোট ছোট ঢেউ
সেই টান,
ভাঙা গড়ার খেলায়
ফুরিয়ে আসে সব.. সবই
হাজার মায়া জড়িয়ে,
হিসাব রাখা কম্পাস,
পড়ে থাকে শুধু রঙ-বেরঙের স্মৃতি নিয়ে।