এসব কি মস্তিষ্কের হাইপোথ্যালামাসের কাজ
সচেতনের মধ্যে অবচেতনের অনুপ্রবেশ
এ কেমন গায়ের জোর, অপ্রতিহত, অবাধ্য
কতবার বুঝিয়েছি যে এসব ফরেন এলিমেন্ট নয়
তোমার পরিচিত সব যার পুষ্টিতে তুমি বাধা ক্রমশ …
অথচ দিনের পর দিন ক্ষমাহীন অপরাধ করছো
এই যে বিষাদবৃক্ষ আজ মনের পটভূমিতে, কে দায় নেবে
অট্টহাসিতে বিজয়িনীর হাসি দিয়ে দিক্চক্রবালে …
নিজের আধারকে বোঝো না, নাকি অপরাগতা
কীসের যদি বলো, প্রার্থনা ফেরায় না বলে জানি
গ্রহণে এত আপত্তি কেন, কেন কণ্ঠের লীলাখেলা
বেলাশেষে মৃত শামুকের খোল রাত্রির নির্লিপ্ত আশ্রয় …