হালের ফ্যাশন ট্রেন্ড হলো রান্না-বান্না, ঘর-কন্যা। হ্যাঁ মানে উঠতি জেনারেশন এর কমন ডায়লগ হলো ‘ওসব রান্না শিখে লাভ নেই। আরে ধুর ঘরের কাজ করে কি হবে!’
এইসব বক্তব্যের পিছনে তাদের মানসিকতা দাঁড়ায় যে অন্যের জন্য এসব শিখে কি হবে। কিন্তু একটু সময় নিয়ে বিবেচনা করলেই দেখা যাবে রান্না বা ঘরের কাজ ঠিক অন্য কোন মানুষের জন্য শেখার প্রয়োজন নেই। নিজের সাধারণ জীবন যাপনের জন্যেও এগুলো এককেটা গুরুত্বপূর্ণ অংশ। কোথায় কখন কোন সিচুয়েশন হবে, তার ওপর ডিপেন্ড করতে হবে। আর যদি বেসিক রান্না এবং কাজ টুকু শেখা থাকে তাহলে কোন অসুবিধাই দাঁড়ায় না।
আজকাল কার দিনে লিঙ্গ নির্বিশেষে সকলেই সেলফ ডিপেন্ডেন্ট। অনেকেই একা থাকার ডিসিশন নেয়। সেক্ষেত্রে নূন্যতম রান্না এবং ঘরের কাজ টা বেশ ইম্পরট্যান্ট। তাই হালের ট্রেন্ড টিকে যদি একটু ভালো করে বিবেচনা করা হয় তাহলেই হয়ে যাবে সহজের খুঁটিনাটি।