T3 || স্বাধীনতার খোঁজে || বিশেষ সংখ্যায় নারায়ণ ভৌমিক

আচ্ছে দিন

স্বাধীনতা নিয়ে এত রংবাজি
সত্যি বলছি পোষায় না ,
পরাধীনতার পরাকাষ্ঠা
এখনো ব্রিটিশ মিউজিয়ামে ,
স্বাধীনতা মানে ..
পড়ে পাওয়া ষোলআনা ,
একটা ছুটির দিন
গেলাসে রঙীন,
স্বাধীনতা তাই কালোটাকায়
স্বচ্ছ হয়, সাদা…হয়ে খোঁজে আচ্ছে দিন ,
স্বাধীনতা মানে … সারদা … নারদা …নীরব
সরব মাল্যে … উন্নয়ন তাই নীরব ধর্ষণে বর্ষণে ,
স্বাধীন ভারত , মহান ভারত
নৃত্য করে তিন ছত্রে , তিন রঙে
স্বাধীনতা আজ বেঁচে আছে
শুধু আকশকুসুম কল্পনার ক্যানভাসে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।