সাতে পাঁচে কবিতায় সরিফা খাতুন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
একাকী মন
ছায়ার সঙ্গী হয়ে একা থাকা
স্বপ্নের অপেক্ষায় রাত জাগা;
সময়ের সাথে সব তলিয়ে গেছে
সমুদ্রের নোনা স্রোতে!!
সব ভুলে গিয়েছি ঢেউ এর সাথে|
সেই যে একদিন পাড়ি দিয়েছিলাম
নৌকা নিয়ে মাঝ নদীতে!
তোমার মনে আছে সেসব কথা?
আমি তো ভুলেই গিয়েছিলাম সব
হঠাৎ আজ নৌকা দেখে মনে পড়ল
তোমার মনে কি পড়ে ?
পুরোনো সেই সব স্মৃতি!
শীতের সকালে শিশির ভেজা ঘাসে,
হেঁটেছি কত পথ তোমার হাত ধরে|
আজও হেঁটে চলেছি সেই পথে
তবে আজ আমি একা,
কত দিন কত রাত পেরিয়েছে
যদি কোনো এক নির্জন দুপুরে,
তুমি আসতে চমকে দেওয়ার বাহানায়
এক গুচ্ছ গোলাপ হাতে!!