জীবনে অনেক কিছু পারিনি তবে বেশি বিনয় দেখিয়ে কখনোই বলবোনা কিছুই পারিনি পেরেছি অনেক কিছু পেরেছি অনেক লড়াইয়ের পর পায়ের তলার মাটিটা শক্ত করতে যদিও লড়াইটা ভয়ংকর ছিল তার মূল্য চুকাতে হয়েছে আমার মনকে বেচারা দুমড়ে মুচড়ে কিম্ভুত কিমাকার বিধ্বস্ত ভীষণ ভাবে ক্লিনিক্যাল ডিপ্রেশন আর আ্যান্টি ডিপ্রেশান্ট আমার নিয়মিত সঙ্গী আমার এক ছেড়ে যাওয়া ব্যর্থ প্রেম আছে আমার এক দায় এড়ানো অবহেলার বৈবাহিক জীবন আছে আমার এক অনাগত সন্তান আছে আর এক সন্তান যাকে আগলে রাখার চেষ্টা করি আমার যথাসাধ্য মমত্ব দিয়ে আমার একলা লড়াই আছে চোখের নীচে জমা কালি আর পাক ধরা চুল সাক্ষী দেয় বিগত অতীত কখনোই মসৃণ ছিল না সব শিশির পড়ার কি শব্দ হয়
নাকি সব ফুল ফুটলেই পায় কোনো শুভানাল্লা বলার ঠোঁট পায়না তবু তাদের বিকশিত হওয়াতেই আনন্দ
আমার জীবনের আনন্দ লড়াইয়ের প্রতি ধাপে প্রতিটা হোঁচটে যে কফোঁটা রক্ত আজ মাটি মাটি তারা আজীবন সাক্ষী দেবে আমার হেঁটে যাবার ইতিহাসে তবু আজ আয়নার সামনে পরিতৃপ্ত আমি এই তো সাফল্য নয় কি?