উৎসব সংখ্যায় কবিতা – পার্থসারথি গোস্বামী
by
·
Published
· Updated
অনধিকার প্রবেশের পর
কলমের আবদারে দুঃখের স্বাদ বদলে যায় ।
বোধিবৃক্ষের পাতা ধার করে
বানিয়ে রেখেছি সব চকচকে মলাট
এখন শুধু কষ্ট লেখা বাকি ।
টুকরো টুকরো শীৎকারের ককটেল
কিংবা প্রলুব্ধ উঁকিমারা অন্তর্বাসে
আঁশটে হয়ে ওঠে উঠোন থেকে বুক
এবার শুধুই তুলির আঁচড়
রক্ত – নোখ – পাশবিক – বিকৃত যোনি ইত্যাদি ।
রোদ পড়ে গেলে স্নানঘরে সুগন্ধি সাবান
ধুয়ে দেয় আত্ম সুখ-অসুখ
মুন্সিয়ানা পকেটে রেখে প্রায়শ্চিত্তে ফুরফুরে মন ।
শুধু ফোঁটা ফোঁটা দায় জমে পড়ে থাকে
সাদা ছোপ বুকে নিয়ে শুয়ে থাকে রাজপথ ।।