সাতে পাঁচে কবিতায় মালা মিত্র
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সবুজ কিশোরী
দুবেনী দোলানো লালপাড় শাড়ি,তখন ক্লাস নাইন,
আনকোরা বুকে,ভূকম্পণ হ’ল,কানেতে সুরেলা বীণ।
সাঁপুড়িয়া তুমি ইচ্ছে মতন,নাচালে কিশোরী সাঁপে,
দুনিয়া টলল,ঝড় বয়ে গেল,সেই কুমারীর বুকে।
ধুনোপোড়া দিলে,আবার জাগালে,হ’ল অতল নিদ্রাহীন।
সেই শুভক্ষণে,জ্যাক আর রোজে,ভাসে প্রেমের টাইটানিক।
প্রিয়ম্ এসেছ,ভরে দিয়ে গেছ,
সে কথা কি ভোলবার?
সেই প্রেম বুকে জড়িয়ে রয়েছি,
তুমি গেছ বহুদূর!
এখন তোমাকে কে আঁকড়িয়ে রাখে,লতাপাতার ফাঁদে?
কত সুখ পাও,আমি ছাড়া তুমি,
রুক্মিনী সত্যভামা কি হয় রাধে?
ঠাকুর কানাই,তোমার সে রাই,ভাসছে বর্ষা জলে,
এ জন্মে কি আর ফিরবেনা তুমি,
গ্রহণ লাগল কি প্রিয় চাঁদে!!!!!