কাল দুটো গাছ লাগাবো।
বাড়ির সামনে গর্ত করে এসেছি।
প্রতিদিন ওতে জল দেবো দুবেলা।
প্রয়োজনে ওষুধ বা জৈবসার ও পাবে।
ওরা বড়ো হবে একদিন,প্রাকৃতিক নিয়মে।
ওদের নাম হবে ‘লোভ’ আর ‘লালসা’।
ওদের তলায় বিশ্রাম নেবে কত ক্লান্ত পথিক।
সেটা দেখলেই হৃদয় জুড়াবে আমার।
আমার কবিতায় ওদের উল্লেখ থাকবে।
ওরাও প্রতিবছর শ্রেষ্ঠ ফল উপহার দেবে।
হয়তো সেদিন আমার কথা রাখা হবে।
জীবনের শেষ বিছানা হবে ওদের ছায়ায়।
তোমরা কবিকে ভুলে যাবে সময়ের সাথে।
ওরা তবু স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে থাকবে।
সেই স্মৃতিও ওরা ঠিক সরিয়ে ফেলবে।
আমার শান্তি ঘুমের ছায়া আর থাকবেনা।
তবু আমি মানুষকে উচিত শিক্ষা দিয়েছি।
নিজেরাই লোভ-লালসাকে তারা উপড়ে ফেলেছে।
এবার তারা গাছ লাগাবে,প্রাণ বাঁচাবে।